বিশেষ এতদ্বারা সকল অভিভাবক ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০২/২৫ ইং তারিখ থেকে ০৯/০৪/২৫ ইং তারিখ পর্যন্ত পূজা স্বাধীনতা দিবস, লাইলাতুলকদর পবিত্র ঈদ-উল-ফিতরের উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকিবে। ১০/০৪/২৫ তারিখ থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথাযথ চলিবে।
মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয়
(পূর্বতন: কিন্ডার কেয়ার হাই স্কুল)
১৩ নং বঙ্গবন্ধু সড়ক, নারায়নগঞ্জ
কারিগরি সহায়তায় :Amar School by Amar Uddog Limited