1. [email protected] : Bayezid :
  2. [email protected] : Al Amin : Al Amin
  3. [email protected] : Wins School : Wins School

বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ খোকা


বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ খোকা,পিতা-মৃত আবদুল আজিজ মিয়া · মাতা- আলহাজ্ব গুলশান আরা বেগম, সাং ১০৩ নলুয়া রোড, নারায়ণগঞ্জ। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক · তোলারাম কলেজ থেকে আই.এ পাশ করেন। তোলারাম কলেজে ছাত্রছাত্রী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আইয়ুব শাসক কর্তৃক দেশ রক্ষা আইনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে কারা নির্যাতন ভোগ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা৷ তিনি আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র গুলশান সিনেমা হলের স্বত্বধিকার ছিলেন। ব্যবসা উপলক্ষে ইউরোপ,আমেরিকা, লন্ডন, পাকিস্তান, ভারত ও থাইল্যান্ডসহ অনেক দেশ ভ্রমণ করেছেন।

মুক্তিযোদ্ধা স্মৃতি পৌর উচ্চ বিদ্যালয় (পূর্বতন: কিন্ডার কেয়ার হাই স্কুল) ১৩ নং বঙ্গবন্ধু সড়ক, নারায়নগঞ্জ কারিগরি সহায়তায় :Amar School by Amar Uddog Limited